শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা
দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আশ্রয় কর্তৃক বিভিন্ন কর্মসুচী বাস্তবায়ন করা হয়।
১. জনাব মো: ফসিউল্লাহ (Executive Vice-Chairman, MRA )এর নেতৃত্বে আশ্রয়ের পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
২. আশ্রয় ফাউন্ডিং অফিস জাতীয় সংগীত ও সশ্রদ্ধ সালামের মাধ্যমে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করে।
৩. আশ্রয় পরিবার ও সংস্থা কর্তৃক বাস্তবায়িত রিয়্যালাইজ (শিক্ষা) ও এনসিয়র(শিক্ষা) প্রকল্পের উদ্দোগে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও শপথ পাঠ, র্যালি, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ , শহিদ মিনারে ডিসপ্লে পরিবেশনা, আলোচনা সভা, দোয়া মাহফিল, শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকণ ও রচনা প্রতিযোগীতা এবং সবশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে জনাব মো: ফসিউল্লাহ (Executive Vice-Chairman, MRA )এর নেতৃত্বে আশ্রয়ের পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।