পত্নীতলায় আশ্রয়’র দিনব্যাপী জাতীয় শোক দিবস পালিত

পত্নীতলা (নওগাঁ) গাঁপ্রতিনিধি

নওগাঁরগাঁ পত্নী তলায় যথা যথ মর্যা দা র্যা য় সর্বকা র্ব লের সর্বশ্রের্ব ষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু

শেখ মুজিবর রহমান এঁরএঁ ৪৮ তম শাহাদত বার্ষিকী র্ষি ও জাতীয় শোক দিবস পলিত হয়।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯ টায় আশ্রয় এনসিওর প্রকল্প’র আয়োজনে ও নেটজ্

বাংলাদেশের সহায়তায় উপজেলা প্রকল্পের অন্তর্ভক্তর্ভ ২০টি সরকারি ও ১০টি উপানুষ্ঠানিক

প্রাথমিক বিদ্যালয়ে র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া, আলোচনা সভা ও পুরষ্কার

বিতরণী অনুষ্ঠিত হয়।

এসময় প্রাথমিক বিদ্যালয়ের স্ব-স্ব প্রতিষ্ঠা নের প্রধান শিক্ষকগণদের সভাপতিত্বে

দিনব্যাপী উক্ত পৃথকপৃ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার

তুলে দেন আশ্রয়-এনসিওর প্রকল্পের পত্নীতলা উপজেলা ম্যানেজার মোসাঃ তহমিনা

খাতুন।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আশ্রয়-এনসিওর প্রকল্পের প্রশাসনিক সহকারী

মোঃ রায়হান মন্ডল, পত্নীতলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দীন আজাদ

প্রমুখ।

এসময় শিক্ষক-শিক্ষার্থী বৃন্দবৃ , অভিভাবকগণ, ইডিসি কমিটির সদস্যবৃন্দবৃ , এসএমসি

সদস্যবৃন্দবৃ সহ এলাকার গন্যমান্য বক্তিবর্গরার্গ উপস্থিত ছিলেন।

সোনার দেশ

বৃহবৃ স্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ২ ভাদ্র, ১৪৩০ বঙ্গাব্দ ।

পত্নীতলায় আশ্রয়’র দিনব্যাপী জাতীয় শোক দিবস পালিত

পত্নীতলা (নওগাঁ) গাঁপ্রতিনিধি:

নওগাঁরগাঁ পত্নীতলায় যথাযথ মর্যা দা র্যা য় সর্বকা র্ব লের সর্বশ্রের্ব ষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এঁরএঁ ৪৮

তম শাহাদত বার্ষিকী র্ষি ও জাতীয় শোক দিবস পলিত হয়েছে। ১৫ আগস্ট সকাল ৯ টায় আশ্রয় এনসিওর প্রকল্প’র

আয়োজনে ও নেটজ্ বাংলাদেশের সহায়তায় উপজেলা প্রকল্পের অন্তর্ভক্তর্ভ ২০টি সরকারি ও ১০টি উপানুষ্ঠানিক

প্রাথমিক বিদ্যালয়ে র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এসময় প্রাথমিক বিদ্যালয়ের স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণদের সভাপতিত্বে দিনব্যাপী উক্ত পৃথকপৃ অনুষ্ঠানে

প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আশ্রয়-এনসিওর প্রকল্পের পত্নীতলা উপজেলা

ম্যানেজার মোসাঃ তহমিনা খাতুন। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আশ্রয়-এনসিওর প্রকল্পের প্রশাসনিক

সহকারী মোঃ রায়হান মন্ডল, পত্নীতলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ। এসময়

শিক্ষক-শিক্ষার্থী বৃন্দবৃ , অভিভাবকগণ, ইডিসি কমিটির সদস্যবৃন্দবৃ , এসএমসি সদস্যবৃন্দবৃ সহ এলাকার গন্যমান্য

বক্তিবর্গরার্গ উপস্থিত ছিলেন।

The Country Today